ঈশ্বরদীতে রিকশা চালক মামুন হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যার মূল অভিযুক্ত আসামী যুবলীগ নেতা আনোয়ার উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আত্মগোপনে (পলাতক) থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ডে নেয় ঈশ্বরদী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার হত্যাকান্ডের মূল অভিযুক্ত আনোয়ার উদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। ওসি আরও জানান, গত ১ সপ্তাহ ধরে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ নানাভাবে প্রচেষ্টা চালিয়ে তার অবস্থান নিশ্চিত হয়ে বিশেষ অভিযানে নামে।
জানা যায়, বেপরোয়া গতিতে ভুটভুটি ও লেগুনা চালানো নিয়ে বাকবিতন্ডার জেরে গত ৪ জানুয়ারী রাতে শহরের বিমানবন্দর সড়কের পশ্চিম টেংরি কড়ইতলা এলাকায় যুবলীগ নেতা আনোয়ার উদ্দিনের গুলিতে মামুন হোসেন নামের এক রিকশা চালক নিহত হয়। সে শহরের পিয়ারাখানী জামতলা এলাকার মানিক হোসেনের ছেলে। এ ঘটনায় গুলিতে আহত হয়েছেন একই এলাকার শরিফ হোসেনের ছেলে রিকশাচালক রকি (২৬) ও ছুরিকাঘাতে আহত ওই এলাকার বাবু হোসেন ওরফে বরকি বাবুর ছেলে সুমন (২৮)। গুলিবিদ্ধ ও আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ওইদিন রাতেই রিকশা চালককে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত যুবলীগ নেতা আনোয়ার উদ্দিনের বড় ভাই যুবলীগ নেতা ও ঈশ্বরদী পৌরসভার ১নং ওয়ার্ড় কাউন্সিলর কামাল উদ্দিন কামাল এবং ভাতিজা হৃদয় হোসেনকে তাদের শৈলপাড়ার নিজ বাড়ি থেকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর লোক’ আটক করে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, হত্যাকান্ডের ঘটনায় নিহত মামুনের মা লিপি বেগম বাদী হয়ে ঈশ্বরদী থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পাবনা র্যাবের সদস্যরা ঈশ্বরদী পৌরসভার ১নং ওয়ার্ড় কাউন্সিলর কামাল উদ্দিন কামাল এবং ভাতিজা হৃদয় হোসেনকে গ্রেফতার করে। সর্বশেষ বুধবার উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনোয়ার উদ্দিনকে আত্মগোপনে (পলাতক) থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। রিমান্ডে আনোয়ার উদ্দিন বেশ কিছু তথ্য দিয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি বলেও জানান ওসি।
Leave a Reply