ঈশ্বরদীতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে এক কৃষকের নয়টি বসত ঘর ও দুইটি রান্না ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২২ জুলাই) দিনগত রাত ১টার দিকে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামের কৃষক তাজমল প্রমাণিকের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া জানান, শনিবার গভীর রাতে তাজমল হোসেনের প্রামানিকের বাড়িতে আগুন লেগে ইটের দেয়াল ও টিনের ছাউনির বসতবাড়ির ১১টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় তিনটি মোটরসাইকেল, ৬টি ফ্রিজ, ৪টি টিভি, আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও নগদ টাকা পুড়ে যায়। তবে কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে পরিবারের কেউ তা বলতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। জিয়া আরও জানান, তাজমল হোসেন তার ৭ ছেলে সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। তাদের মধ্যে কেউ বিদেশে থাকেন, কেউ ব্যবসায়ী আবারও কেউ কৃষি কাজ করেন।
ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, গ্রামটি অত্যন্ত দুর্গম এলাকায়। যাতায়াতের রাস্তা খুবই সরু। ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে অনেক বেগ পেতে হয়েছে। শনিবার দিনগত রাত ২টা ৩০ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। এর আগেই বসতবাড়িসহ আসবাবপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে গতকাল রবিবার সেখানে যান জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষক তাজমল প্রামাণিকের প্রতি সমবেদনা জানান এবং নগদ ২৫ হাজার টাকা মানবিক সাহায্য প্রদান করেন।
Leave a Reply