ঈশ্বরদীর কর্মরত পেশাদার সাংবাদিকদের হাতে উপহার হিসাবে করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস। বৃহস্পতিবার রাত ৯ টায় সাপ্তাহিক ঈশ্বরদী কার্যালয়ে তিনি এ উপহার তুলে দেন। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভোরের কাগজ প্রতিনিধি মোস্তাক আহমেদ কিরণ, অবজারভার প্রতিনিধি মাহাবুবুল হক দুদু, দৈনিক যায় যায় দিনের ঈশ্বরদী প্রতিনিধি সহকারী অধ্যাপক হাসানুজ্জামান, সাপ্তাহিক ঈশ্বরদী ‘র সম্পাদক ও সমকাল প্রতিনিধি সেলিম সরদার, সাপ্তাহিক প্রথম সকাল’র সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তরের ঈশ্বরদী প্রতিনিধি মহিদুল ইসলাম, সাপ্তাহিক জনদৃষ্টি সম্পাদক ও বাঙলাদেশ পোষ্টের ঈশ্বরদী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, দৈনিক বীর বাংলা সম্পাদক ওহেদুজ্জামান টিপু, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি শেখ মেহেদী হাসান, আমাদের সময় প্রতিনিধি ওয়াহেদ আলী সিন্টু, সাপ্তাহিক আমাদের ঈশ্বরদী সম্পাদক দেব দুলাল রায়, সমাচার প্রতিনিধি কাজী রকিব উদ্দীন, সাংবাদিক রিয়াদ ইসলাম, দৈনিক জাগরণের ঈশ্বরদী প্রতিনিধি সোহানুর রহমান শুভ, মোস্তাফিজুর রহমান লিটন, শহিদুল ইসলাম প্রমূখ।
এ সময় ইউএনও ঈশ্বরদীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে ভুমিকা রাখার জন্য পেশাদার সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন এবং সাংবাদিকদের গঠন মূলক কর্মকান্ডে সহযোগীতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Leave a Reply