আসন্ন ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন নারী নেত্রী মোছাঃ চম্পা জামান। ইতিমধ্যেই তিনি দলীয় মনোনয়ন পেতে জোর প্রচেষ্টা চালিয়ে ব্যাপক প্রচার-প্রচারণায় অংশ দিচ্ছেন। গতকাল রবিবার সকালে তিনি দলীয় মনোনয়ন প্রাপ্তির জন্য লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সম্পাদকের কাছে আবেদন করেছেন।
জানা গেছে, গত কয়েক বছর ধরে ২নং ঈশ্বরদী ইউনিয়নের হাজার হাজার মানুষকে নিজস্ব তহবিল থেকে সাহায্যে সহযোগীতা করে যাচ্ছেন বিশিষ্ট নারী নেত্রী চম্পা জামান। এলাকার যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে তাদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন তিনি। করোনা মহামারীর মধ্যে এই নারী নেত্রী এলাকার হাজার হাজার অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করেছেন। যা এখনও অব্যাহত আছে। ঈদের সময় শাড়ী, লুঙ্গিসহ ঈদ সামগ্রীও বিতরণ করেছেন তিনি। এলাকার পিছিয়ে পড়া শিা ব্যবস্থাকে এগিয়ে নিতে নিরলশভাবে কাজ করে যাচ্ছেন চম্পা জামান। নিজস্ব অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন শিা প্রতিষ্ঠানে শিার মান উন্নয়নে ভূমিকা রাখছেন তিনি। এয়ারপোর্ট একাডেমী উচ্চ বিদ্যালয়ে তৈরি করেছেন দৃষ্টি নন্দন শহীদ মিনার। নাটোর জেলা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক পদে থাকা চম্পা জামান আসন্ন ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে বলে মন্তব্য করেন ২নং ঈশ্বরদী ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এবিষয়ে নারী নেত্রী চম্পা জামান বলেন, এলাকার মানুষের জন্য তিনি নিজ উদ্যোগে বহু বছর ধরেই কাজ করে যাচ্ছেন। তাদের জন্য আরও কিছু করার জন্য জনপ্রতিনিধি হয়ে তাদের পাশে থাকতে চান। এজন্য তিনি ইউনিয়নবাসী দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
Leave a Reply