ঈশ্বরদীতে এক অসহায় ভূমিহীন ব্যক্তিকে বাড়ি নির্মান করে দিচ্ছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন (বিপিএম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বাড়ি নির্মান কাজের উদ্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি থানায় একজন হতদরিদ্রকে বাড়ী নির্মান করে দেওয়া পরিকল্পনার অংশ হিসেবে ঈশ্বরদী পৌর সভার ৬নং ওয়ার্ডের অরণকোলা এলাকার মামুন শেখ নামের একজন দরীদ্র ব্যক্তিকে বাড়ী নির্মাণ করে দেয়া হচ্ছে।
ঈশ্বরদী পৌর এলাকার ৬নং ওয়ার্ডের অরণকোলা এলাকার মৃত রেজাউল শেখের পুত্র মামুন শেখ কে বাড়ী নির্মাণ করে দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর সভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, ওসি তদন্ত হাদিউল ইসলাম, ইন্সপেক্টর (বিশেষ শাখা) শেখ মোবারক পারভেজ, ঈশ্বরদী ফাঁড়ী ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ, প্যানেল মেয়র ও পৌর কাউন্সিল আবুল হাসেম, আবু জাহীদ উজ্জল, ওয়াকিল আহমেদ, আমিনুর রহমান, রহিমা খাতুন, ফিরোজা বেগম, ফরিদা ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ এরই অংশ হিসাবে এই গৃহটি নির্মাণ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক ড. বেনজির আহমেদ এই উদ্যেগ গ্রহণ করেছেন। পুলিশ আইন শৃংখলা রা ও মানুষের জান মালের নিরাপত্তার পাশাপাশি সামাজিক কাজে অংশ নিচ্ছে, এটি তার প্রমাণ। এ ছাড়া তিনি আরও বলেন, ঈশ্বরদীতে ছিনতাই বেড়ে গিয়েছিল। পুলিশ বেশ কিছু ছিনতাইকারীকে গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণ করায় তা কমেছে। এই এলাকায় মাদকের প্রভাব রয়েছে। মাদক বিক্রেতা ও ক্রেতাদের ব্যাপারে পুলিশকে তথ্য দেওয়ার আহবান জানান তিনি। পুলিশের কোন সদস্য মাদক গ্রহণ ও ক্রয়- বিক্রয়ে সহযোগিতার প্রমাণ পেলে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।
অনুষ্ঠানে মেয়র ইছাহক আলী মালিথা বলেন, এটি পুলিশের একটি ভাল উদ্যেগ। আমরা তাদের সার্বিক সহযোগীতার করবো।
বাড়ী গ্রহিতা মামুন শেখ বলেন, আমার কোন জমি বা বাড়ী ছিল না। এই বাড়ী পেয়ে আমি খুবই আনন্দিত। এখন আমার একটি ঠিকানা হল।
Leave a Reply