ঈশ্বরদীর সাঁড়া গোপালপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষের প্রায় ১০ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত রবিবার দুপুরে সাড়া গোপালপুর মহান্নবীপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন মোঃ রিয়াজুল ইসলাম (৪৫) ও তার ভাই মোঃ ইনামুল হোসেন (৫৫) এবং মোঃ রাজন আলী প্রামানিক (২৬) ও তার ভাই-ভাবী সুজন ও লাইলী বেগম (৩৫)। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষই একাধিক জনকে আসামী করে ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত রবিবার দুপুরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষ একে অপরকে জড়িয়ে অভিযোগ তোলেন। বিরোধের জমিটি তাদের বলেও দাবী করেন উভয় পক্ষ।
আহত রাজনের বোন একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার অভিযোগ করে বলেন, আমার দাদা কোরবান আলী একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি যুদ্ধাপরোধ ট্রাইব্যুনালের স্বাক্ষী ছিলেন। অথচ তার পরিবারের উপর নগ্ন হামলা চালানো হয়েছে।
হামলায় আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পুলিশ পাহাড়ায় চিকিৎসা দেওয়া হয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, সংঘর্ষের পর এলাকায় ও হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply