আসন্ন পাবনা জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের মচ্ছব শুরু শুরু হয়েছে ঈশ্বরদীতে। সদস্য প্রার্থীরা আচরণ বিধির কোন তোয়াক্কাই করছেন না। দেয়ালে পোষ্টার লাগানোর বিষয়ে বিধি নিষেধ থাকলেও ঈশ্বরদীতে মানা হচ্ছে না কোন নিয়ম। ঈশ্বরদী উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের প্রবেশ পথেই দেখা যাচ্ছে প্রার্থীরা সরকারী আইন ভঙ্গ করে দেয়ালে পোষ্টার টাঙ্গিয়ে দিয়েছেন। অদৃশ্য কারণে বিষয়টি দেখ ভালের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিরা রয়েছেন নিরব ভূমিকায়। সম্প্রতি সরেজমিন ঘুরে এসব চিত্র দেখা গেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, আগামী ১৭ অক্টোবর পাবনা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ৯নং ওয়ার্ড (ঈশ্বরদী উপজেলা) এ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দু’একজন বাদে বেশিরভাগ প্রার্থীই সরকারী আচরণ বিধি মানছেন না। তারা ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের প্রবেশ পথ বা দেয়ালে পোষ্টার টাঙ্গিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। অভিযোগ রয়েছে, ভোট কিনতে অনেক প্রার্থী গোপনে মোটা অংকের টাকা ছিটাচ্ছেন।
সুত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০৭টি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সুত্র জানায়, ভোট কিনতে ইতিমধ্যেই প্রার্থীরা বিভিন্ন ভোটারের সাথে গোপনে চুক্তি করছেন। এসব বিষয়ে কার্যক্রর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সুধীমহল।
Leave a Reply