ঈশ্বরদীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে ঈশ্বরদীর দুই ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে ঈশ্বরদীতে এসব ঘটনা ঘটে।
ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হাসান জানান, বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী শেষ করার পর প্রতিপরে সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। ওই একই সন্ত্রাসীরা মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পি মালিথার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে গুলি বর্ষণ করে। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ দুই বাড়িই পরিদর্শন করেছে। এ ঘটনায় ঈশ্বরদীতে থমথমে অবস্থা বিরাজ করছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ছাত্রলীগের নেতারা।
ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারনে এসব ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply