ঈশ্বরদীর সকল কিন্ডার গার্টেন স্কুলের সর্ববৃহৎ সংগঠন ‘ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন’ এর বৃত্তি পরীক্ষা গত শুক্রবার (১ ডিসেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী গালস্ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল ও বিকাল শিফ্টে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সুত্রে জানা গেছে, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে সর্ববৃহৎ এই পরীক্ষা ২০০২ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। ঈশ্বরদী উপজেলার প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের ৫’শ ৯৬ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা শুরুর পর কেন্দ্র পরিদর্শন করেন ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলি মালিথা, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার, শিক্ষাবীদ উদয় নাথ লাহিড়ী, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহ-সভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু, সাংবাদিক ওহেদুজ্জামান টিপু ও শেখ মেহেদী হাসান প্রমূখ। আমন্ত্রিত সকল অতিথিবৃন্দই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে সন্তোশ প্রকাশ করেন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সফল স্কাউট ব্যক্তিত্ব মোঃ নওশাদ আলী। পরীক্ষাটি সমন্বয় করেন ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।
ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান জানান, পূর্বের ধারাবাহিকতায় এই বছরও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সরকারীভাবে প্রাথমিক শিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থা না থাকায় এবার এই বৃত্তি পরীক্ষাটি বেশ গুরুত্ব বহন করছে। এজন্য সকলের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধাবিকাশে এই পরীক্ষা ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। ২০২২ সালের মত বৃহৎ পরিসরে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা প্রদান করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply