ঈশ্বরদীর সুনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান ‘সকাল প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৪ জুলাই) দিনব্যাপী স্কুল চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে নতুন পোশাকে স্কুলে আসে শিক্ষার্থীরা। সে সময় শিক্ষার্থী ও অভিবাবকদের স্বাগত জানায় স্কুল কর্তৃপক্ষ। অভিভাবক সমাবেশ শেষে ঈদ পূর্ণমিলনীর বর্ণিল অনুষ্ঠানে নেচে, গেয়ে ঈদের আনন্দ উপভোগ করে শিক্ষার্থীরা। পরে উপস্থিত সকলকে বাহারী স্বাদের খাবার দিয়ে আপ্যায়িত করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে সকল শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকদের ঈদ আনন্দে যোগ দিতে দেখা যায়।
আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর সভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার (ভূমি) শাহাদত হোসেন খান, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাস খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম, ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তৌহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, সহকারী প্রগ্রাম অফিসার মাসুদ রানা, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম আবুল বাসার, ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান ও বীর বাংলার সম্পাদক ওহিদুজ্জামান টিপু। এছাড়াও অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন অভিভাবক সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, আমিনুল ইসলাম মাসুম, আপেল মাহমুদ ও মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সকাল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ হেলালুর রহমান ও সার্বিক পরিচালনায় ছিলেন পরিচালক সাংবাদিক মহিদুল ইসলাম।
Leave a Reply