পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ্ট গবেষণা ইন্সটিটিউটের আয়োজনে দুইদিন ব্যাপী গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির এস এম কামাল উদ্দিন মেমোরিয়াল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শওকত রশীদ চৌধুরী।
বাংলাদেশ সুগারক্রপ্ট গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. কবীর উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (যুগ্ম-সচিব) ড. আব্দুল আলীম খাঁন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (ক্রপস উইং) ড. মোঃ হজরত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুগারক্রপ্ট গবেষণা ইন্সটিটিউটের পরিচালক (গবেষণা) ড. কুয়াশা মাহমুদ।
ইক্ষু চাষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবণার উপর বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ সুগারক্রপ্ট গবেষণা ইন্সটিটিউটের বায়োটেকনোলজি বিভাগের প্রধান ড. নাদিরা ইসলাম ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের মহাব্যবস্থাপক (ফিল্ড রিসার্চ) ড. মোঃ ইউসুফ আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত কৃষক আলহাজ্ব মোঃ শাহজাহান আলী বাঁদশা, বাংলাদেশ আখচাষী কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন, কৃষক শামীম হোসাইন, মধু চাষী শাজাহান আলী, কৃষক মোঃ শাহাব উদ্দিন, আব্দুল লতিফ ও আব্দুল মালেক প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শওকত রশীদ চৌধুরী বলেন, এদেশে কৃষকরাই সবচেয়ে বড় বিজ্ঞানী। এজন্য কৃষকদের সাথে নিয়ে সকল গবেষণা সম্প্রসারণ কার্যক্রম এগিয়ে নিতে হবে। কৃষকদের উৎসাহিত করতে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করতে হবে। তিনি আরও বলেন, আখ চাষ একটি লাভজনক কাজ। কিন্তু কৃষকরা কেন যেন আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এজন্য কৃষকদের আখ চাষে উৎসাহিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠিত কর্মশালায় বিজ্ঞানী, বিভিন্ন সুগার মিলের এমডি, উর্ধ্বতন কৃষি কর্মকর্তা, আখ চাষী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বুধবার দুইদিন ব্যাপী গবেষণা সম্প্রসারণ কর্মশালা শেষ হবে। সেখানে কৃষি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
Leave a Reply