লালপুরের দুয়ারিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রাম থেকে গোপালপুর অভিমুখে যাতায়াতের রাস্তার কালভার্টটি ভেঙে পড়ে আছে। প্রায় একমাস আগে কালভাটের একটি অংশ ভেঙে পড়লেও এখনো সংস্কার করা হয়নি। রাস্তায় যাতায়াতকারী যানবাহন ও এলাকাবাসীর জন্য এটি যেন একটি মরণফাঁদ এ পরিণত হয়েছে। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। হতে পারে প্রাণহানি। সরেজমিনে গিয়ে দেখা যায়, দূর্গাপুর ইুক্রয় কেন্দ্রের পাশে দিয়েই চলে গেছে গোপালপুর ও কলসনগর বাজার অভিমুখি পাকা রাস্তাটি। রাস্তার মধ্যখানে কালভার্ট। কালভার্টের ছাদের বড় অংশ ভেঙে পড়ে আছে। ভেঙে যাওয়া অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর উপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। শুধু ভেঙে যাওয়া অংশই নয়; পুরো কালভার্টটিই এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। স্থানীয়রা জানান, এ রাস্তা ধরেই শিার্থীদের আশপাশের স্কুল-কলেজে যেতে হয়। শুধু তাই নয় এই রাস্তা দিয়ে রাত-দিন ২৪ ঘন্টা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে ঈশ^রদীর রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প ও ইপিজেডের হাজার হাজার শ্রমিক-কর্মচারী। এছাড়াও প্রাণ কোম্পানী, জুট মিলসহ নানা কল-কারখানার শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করে এই রাস্তায়। যাতায়াতের একমাত্র রাস্তার ভাঙা কালভার্টের ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। যে কোন সময় এ কালভার্টে বড় দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রাণঘাতী বড় কোন দূর্ঘটনা ঘটার আগেই সংস্কারের দাবি জানান স্থানীয়রা।
এ বিষয়ে দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান, নুরুল ইসলাম লাভলু বলেন, আমি দেখেছি এবং এলজিডি ইঞ্জিনিয়ার কে অবহতি করলে তিনি নিজে এসে দেখে কালভার্টটি খুব দ্রুত সংস্কার হবে বলে জানান।
Leave a Reply