পমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা বাম রাজনীতিক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য জসিম উদ্দিন মন্ডলের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার ও ঈশ্বরদী নাগরিক কমিটির উদ্যোগে গতকাল (২ অক্টোবর) সকাল সাড়ে দশটায় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে জসিম উদ্দিন মন্ডলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, আ ত ম শহিদুজ্জামান নাসিম, সিপিবির পাবনা জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মুরাদ আলী মালিথা, জাসদ নেতা রশিদুল আলম বাবু, সিনিয়র সাংবাদিক মাহবুবুল হক দুদু, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, পুজা উদযাপন পরিষদ নেতা গোপাল অধিকারী প্রমূখ। মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার ঈশ্বরদী শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ এর সঞ্চালনায় সে সময় আরও উপস্থিত ছিলেন উদীচীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মঞ্জু চৌধুরী, আব্দুল মান্নান সরদার, প্রকৌশলী ওহিদুর রহমান ঝন্টু, সমাজ সেবক জাহিদুল আলম সনু, প্রথম সকাল’র সম্পাদক মহিদুল ইসলাম, ব্যবসায়ী নেতা সজিব প্রামানিক, কলাম লেখক আতাউর রহমান বাবলুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জসিম মন্ডলকে স্মরণ করে বক্তারা বলেন, জসিম উদ্দিন মন্ডল দেশ প্রেমিক নির্লোভ ত্যাগী নেতা ছিলেন। তিনি শোষিত বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। পরে কমরেড জসিম উদ্দিন মন্ডলের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়।
Leave a Reply