“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে সামনে রেখে ঈশ্বরদী ফুটবল একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের অভিজাত রেষ্টুরেন্ট ‘ফুড গার্ডেন পার্টি সেন্টারে’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করেন ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইসাহাক আলী মালিথা।
ঈশ্বরদীর সাবেক কৃতি ফুটবলার ও ঈশ্বরদী ফুটবল একাডেমি’র সভাপতি সিরাজুল ইসলাম মোহন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস, সুর্প্রিম কোর্টের এ্যাডভোকেট ও সাবেক কৃতি ফুটবলার মোঃ আব্দুর রাজ্জাক রাজু ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মামুন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঈশ্বরদীর বিশিষ্ট সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি আলহাজ্ব আসাদুর রহমান বীরু, ফুটবলার এহসানুল কবির শিমুল ও শাহিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের ঈশ্বরদী প্রতিনিধি শেখ ওয়াহেদ আলী সিন্টু, প্রথম সকাল’র সম্পাদক মহিদুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান, সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহামুদ সুজন, স্পর্শ নিউজের সম্পাদক রিফাজ বিশ্বাস লালন, খেলোয়াড়দের মধ্যে আলহাজ্ব আবু তালেব, আবুল হোসেন, জহুরুল ইসলাম, ডা. নুরুল ইসলাম, নুর হক, মাহমুদুর রহমান রিয়াদ, রুবেল, তারেক বিশ্বাস সহ একাডেমির শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ঈশ্বরদী ফুটবল একাডেমি এর টিম ম্যানেজার ফুটবলার আতিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইনুল ইসলাম।
Leave a Reply