ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বার্ষিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস তাঁর নিজস্ব কার্যালয়ে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে রেজাল্টসিট তুলে দিয়ে আনুষ্ঠানিক ফলাফল ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী এবং পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াসিম উদ্দীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ। এ্যাসোসিয়েশনের সুত্রে জানা গেছে, এবার উপজেলার ৩৭টি কিন্ডারগার্টেন থেকে ৫৭০ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা সমাপ্তির দুইমাসের মধ্যেই চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ট্যালেন্টপুলে ৬৮ ও সাধারণ গ্রেডে ১০৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বলেন, স্বচ্ছ ও নিরেপক্ষতা সঙ্গে পরীক্ষা গ্রহণের জন্য এবার এসোসিয়েশনের বাইরে থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের মাধ্যমে পরীক্ষাটি সুন্দরভাবে সম্পন্ন করা হয়। আশা করছি এসব বৃত্তিপ্রাপ্তদের বর্ণিল আয়োজনের মাধ্যমে অচিরেই পুরস্কার ও সংবর্ধনা প্রদানের ব্যবস্থা করা হবে।
Leave a Reply