জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঈশ্বরদী প্রেসক্লাবের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (৫ মে) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে যান এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তাঁর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
কার্যনির্বাহী কমিটির ১৬ সদস্যের নেতৃত্বে ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ও সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন। সে সময় অন্য সদস্যদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি কে এম আবুল বাসার, সহ-সভাপতি খন্দকার মাহাবুবুল হক দুদু, আব্দুল মান্নান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সেলিম সরদার, মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজ কল্যান সম্পাদক শেখ মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক টিপু সুলতান, সদস্য আলমাস আলী, ওহেদুজ্জামান টিপু ও আহসান হাবিব।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রেসক্লাব নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। এরপর বঙ্গবন্ধুর সমাধিস্থল পরিদর্শন বইতে প্রেসক্লাব নেতৃবৃন্দ স্বাক্ষর করেন। এর আগে নেতৃবৃন্দ খুলনা ও বাগের হাট প্রেসক্লাবে যান এবং সেখানকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এদিকে বৃহস্পতিবার (৪ মে) সকাল ৮টায় সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে দুইদিনের সফরে খুলনা, বাগের হাট, টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে ঈশ্বরদী ত্যাগ করেন ঈশ্বরদী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। সময়সূচি অনুযায়ী দুপুরে ট্রেন থেকে নেমেই খুলনা প্রেসক্লাবে যান ঈশ্বরদীর সাংবাদিকেরা। সেখানে মতবিনিময় শেষে বাগের হাট চিংড়ি গবেষণা কেন্দ্রের রেস্ট হাউসে যান ঈশ্বরদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিকেলে ষাট গম্বুজ মসজিদ ও খান জাহান আলীর মাজারে যান নেতৃবৃন্দ। রাতে তারা সাক্ষাৎ করেন বাগের হাট প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে। খুলনা ও বাগের হাট প্রেসক্লাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক খুলনা ও বাগের হাট প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ঈশ্বরদীতে আসার আমন্ত্রণ জানালে তারা তা সাদরে গ্রহণ করেন।
Leave a Reply