গত ২১ জুন ‘দৈনিক স্বত:কন্ঠ’ ও ‘দৈনিক আজকের ডাক’ এবং ২৩ জুন ‘সাপ্তাহিক জনদাবী’ প্রত্রিকায় “ঈশ^রদীতে আছাদ চানাচুর কোম্পানির মালিক হেরোইনসহ আটক” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আছাদ ফুড প্রোডাক্ট’র পরিচালক ইউনুছুর রহমান লিটন ও আনিসুর রহমান জনি। তারা লিখিত প্রতিবাদ লিপিতে উল্লেখ করেছেন, ঈশ^রদীর সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান আছাদ ফুড প্রোডাক্টস্ সারাদেশে এক নামেই পরিচিত। দেশ জুড়ে এই প্রতিষ্ঠানের খ্যাতি রয়েছে। প্রায় ৪০ বছর ধরে এ প্রতিষ্ঠানটি বেশ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। এতে বেশ কিছু বেকার মানুষের কর্মসংস্থান হয়েছে। এমনকি ব্যবসা ক্ষেত্রে ঈশ^রদীর মুখও অনেকটা উজ্জ্বল হয়েছে। এই সুনাম নষ্ট করতে স্থানীয় একটি কু-চক্রী মহল দীর্ঘদিন থেকে নানা কৌশলে আর্থিক সুবিধা নিতে ব্যর্থ হয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি অনলাইন পোর্টাল ও ফেসবুকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন বিভ্রান্তমূলক তথ্য উপস্থাপন ও সংবাদ প্রচার করে সামাজিকভাবে সু-প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সাথে জড়িত পরিচালনা পরিষদের সকল সদস্যদের মানহানী করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠান ও পণ্যেরও ক্ষতির অপচেষ্টা করা হয়েছে বলে দৃঢ়ভাবে বিশ^াস করি। প্রচারিত বিষয়টি যেকোন সুস্থ মানুষ পড়লেই বুঝতে পারবেন যে, একটি সাধারণ ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করে সামাজিকভাবে আমাদের ভারমূর্তি ও আছাদ চানাচুরের সুনাম ক্ষুন্ন করার অশুভ উদ্দেশ্যেই এই ঘটনা সাজানো হয়েছে। প্রতিবাদ লিপিতে তারা আরও বলেন, আমার বাবা মৃত: বদর উদ্দিন আছাদ ফুড প্রোডাক্ট’র প্রতিষ্ঠাতা। তিনি এ শিল্প প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। পিতার মৃত্যুর পর ওয়ারিশ সুত্রে আমরা তিন ভাই অংশিদার হলেও পারিবারিকভাবে আছাদ ফুড প্রোডাক্ট’র দায়িত্ব পালন করি আমি ইউনুছুর রহমান লিটন ও আনিসুর রহমান জনি। এদের মধ্যে আশিকুর রহমান সুজন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বিষয়টি ঈশ^রদীর অধিকাংশ মানুষের জানা রয়েছে। পরিবারের পক্ষ থেকে অনেক চিকিৎসা করেও তাকে মাদকের পথ থেকে ফেরানো সম্ভব হয়নি। এটাও ঈশ^রদীর কমবেশি অনেকেরই জানা রয়েছে। এজন্য সুজনকে প্রতিষ্ঠান এবং ব্যবসা সংক্রান্ত সকল কর্মকান্ড থেকে দুরে রেখে ব্যবসা পরিচালিত হয়ে আসছে। এ অবস্থায় একজন ব্যক্তির দায় কোন প্রতিষ্ঠান নিতে পারে না। এমনকি কোনভাবেই প্রতিষ্ঠানের উপর জোর করে চাপানোও কোন সুস্থ মানুষের কাজ নয় বলে বিশ^াস করি। গত বৃহস্পতিবার (২০ জুন) সকালে পৌর এলাকার নুরমহল্লা বস্তি পাড়ার কালুর বাড়ি থেকে আশিকুর রহমান সুজনকে আটক করে আমবাগান পুলিশ ফাঁড়ি। সেই ঘটনার জেরে সুজনের সাথে আছাদ ফুড প্রোডাক্ট’র নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে যা অত্যান্ত দুঃখজনক। সংবাদ প্রকাশের নামে পরিকল্পিতভাবে আছাদ ফুড প্রোডাক্ট’র নাম ব্যবহার করে এবং আমাদের পরিবারের নামে মিথ্যা প্রবাগন্ডা ছড়িয়ে হেনস্থা করা হচ্ছে। আমরা মনে করি সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে মুখরোচক সংবাদ প্রকাশে উৎসাহিত করছে একটি বিশেষ মহল। খুব শিগগিরই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রকাশিত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদের এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সংবাদ মাধ্যমের কাছে এ ধরনের অপেশাদারি সাংবাদিকতা প্রত্যাশা আমরা যেমন করিনা, তেমনি সুস্থ্য সমাজের অন্যান্য প্রতিনিধিরাও তা প্রত্যাশা করেননা। আমরা চাই, সমাজের সবার ন্যায়সংগত অধিকার সুনিশ্চিত হোক, সমাজ থেকে বঞ্চনা দূর হোক, মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত হোক। আমরা এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
মোঃ ইউনুছুর রহমান
ব্যবস্থাপনা পরিচালক
আছাদ ফুড প্রোডাক্টস্, ঈশ্বরদী।
Leave a Reply