ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় চরম আতংকে দিন কাটাচ্ছেন পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদী পাড়ের হাজার হাজার মানুষ। গতকাল সোমবার বিকালে পদ্মা নদীর সাঁড়া ঘাট, আরামবাড়িয়া, পাকশী, রুপপুর ও লক্ষীকুন্ডা এলাকায় ঘুরে এই চিত্র দেখা যায়।
ইতিমধ্যেই নদীতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে পানি। ফারাক্কা বাঁধের প্রভাবে অল্প সময়ের মধ্যেই বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
সুত্র জানায়, ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়ায় প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে ঢুকবে ১১ লক্ষ কিউসেক পানি। যার প্রভাব পড়বে পদ্মা নদীতে। এদিকে ভারতের ফারাক্কা বাঁধের সকল গেট খুলে দেওয়ায় চরম আতংকিত হয়ে পড়েছে ঈশ্বরদীর পদ্মা পাড়ের হাজার হাজার মানুষ। আরামবাড়িয়া এলাকার জিল্লুর রহমান জানান, ফারাক্কা বাঁধের বিরুপ প্রভাবের কারণে পদ্মা নদীর এই এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়। চরের হাজার হাজার একর ফসলী জমি তলিয়ে যায় পানির নিচে। সাঁড়া ঘাট এলাকার মৎস্যজীবি সুবল হালদার জানান, নদীতে ব্যাপকহারে পানি বৃদ্ধির কারণে মাছ ধরা চরম সমস্যা হচ্ছে। ফলে পরিবার পরিজন নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন তারা। পদ্মা নদীর উপর প্রায় ৫ শতাধিক জেলে পরিবার জীবিকা নির্বাহ করে বলেও জানান তিনি।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ জানান, ফারাক্কা বাঁধের কারণে পদ্মা নদীতে পানি বৃদ্ধিতে যে সকল সমস্যার সম্মুখীন হবে তার আগাম প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply